¡Sorpréndeme!

Kashmir News: উধমপুরের বসন্তগড়ে সেনা-জঙ্গি গুলির লড়াই, উরিতে মৃত্যু ২ জঙ্গির

2025-04-24 0 Dailymotion

ABP Ananda Live: জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় CRPF-এর চেকিং পয়েন্টে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, পরীক্ষা করা হচ্ছে নথি। দোকানপাট বন্ধ। পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কাশ্মীরের বাসিন্দারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার তাঁদের রুজি-রোজগারে টান পড়ার আশঙ্কা। সব মিলিয়ে মন ভাল নেই ভূস্বর্গের বাসিন্দাদের। কাশ্মীর হামলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ছাব্বিশের বদলা ২৬০ জিহাদিকে মেরে বদলা নিয়ে দেখাক ভারতীয় সেনা। এদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত, যেন ধূলা ছাড়া কিছু না থাকে'।