ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অ্যাকশনে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ৪২টি জঙ্গি ঘাঁটির খোঁজ পেল ভারতীয় সেনা। দক্ষিণ পির পঞ্জালে লঞ্চ প্যাডে ১১০ থেকে ১৩০ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা। উত্তর পির পঞ্জালের লঞ্চ প্যাডে ৩০ থেকে ৩৫ জন জঙ্গি রয়েছে বলে সন্দেহ।