ABP Ananda LIVE: কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুমিছিল, হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ । পহেলগাঁওতে হামলাকারী ৪ জঙ্গির ছবি প্রকাশ । হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি জঙ্গি আদিল ও আসিফ । পহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু, সূত্রের খবর । ২০১৮ সালে ভারতে অনুপ্রবেশ পাক জঙ্গি আদিলের, সূত্রের খবর । এখনও অধরা হামলাকারী জঙ্গিরা, উপত্যকার চিরুনি তল্লাশি । ড্রোন উড়িয়ে তল্লাশি নিরাপত্তা বাহিনীরহামলাকারীরা পাকিস্তানে পালিয়ে গেছে, অনুমান গোয়েন্দাদের । 'হামলাস্থল থেকে ৪০ মিটার দূরে সীমান্তের ওপারে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা' । পাকিস্তান থেকে ৮ ঘণ্টা ট্রেক করে পহেলগাঁওতে পৌঁছয় জঙ্গিরা, খবর সূত্রের । পহেলগাঁওতে ঘটনাস্থলে পৌঁছল NIA, সেনাকে সতর্ক থাকার নির্দেশ