ABP Ananda Live: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে SSC দফতরের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন তালিকা প্রকাশ করা হবে না। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, 'এমন কোনও কাজ করবেন না বা করতে বাধ্য় করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়।' যদিও এই দাবির সঙ্গে একমত নন আইনজ্ঞরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কোনও বিরোধ নেই। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।