ABP Ananda Live: খাবার নেই, জল নেই। নেই শৌচালয়ের ব্যবস্থা। ক্লাসরুমে যাঁদের চক-ডাস্টার হাতে শিক্ষা দেওয়ার কথা, তাঁরা সোমবার রাতে ঘুমিয়েছেন SSC ভবনের সামনে কাগজ বা পলিথিন পেতে। সকাল হতেই হাতে বাটি নিয়ে দাঁড়িয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেওয়া খিচুড়ির লাইনে। করুণাময়ীতে অবস্থানরত চাকরিহারা শিক্ষাকর্মীদের দাবি, বায়ো টয়লেট চাওয়া হলেও তা দেয়নি পুলিশ। উল্টে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে সুলভ শৌচালয়ে।