ABP Ananda Live: কথায় বলে, বিপদের দিনে যে পাশে থাকে, সেই হল প্রকৃত বন্ধু! জীবনের সবচেয়ে বড় বিপদে প্রাণ বাঁচানোর কারিগরদের পাশে পেলেন জীবন গড়ার কারিগররা। গতকাল রাত থেকেই পানীয় জল, খাবার নিয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের পাশে থাকতে SSC অফিসের সামনে পৌঁছে যান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্যরা। আজ সকাল থেকে এই তীব্র গরমে আন্দোলনকারীদের ORS খাওয়াতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের। এমনকী অসুস্থ হয়ে পড়া আন্দোলনকারী চাকরিহারা শিক্ষাকর্মীর চিকিৎসার জন্য ছুটে আসেন সিনিয়র চিকিৎসকরাও।