ABP Ananda LIVE : ছাত্র ধর্মঘটের সময় পুলিশি 'অত্যাচার', জোড়া মামলায় SIT। DSO, SFI নেত্রীর উপর হামলার অভিযোগে মামলা। SIT এর সদস্য করা হবেন, সেটা ঠিক করবেন মুরলীধর শর্মা। জোড়া মামলার শুনানি হবে মেদিনীপুরের বিশেষ আদালতে। পুলিশি অত্যাচারের অভিযোগে মামলায় নির্দেশ হাইকোর্টের।