ABP Ananda Live: SSC-র দফতরের বাইরে ধুনধুমার পরিস্থিতি। চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তৈরি হল তুমুল উত্তেজনা। সোমবার সন্ধেয় নির্ধারিত সময়ের মধ্য়ে SSC যোগ্য়দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায়, ধৈর্য হারিয়ে ফেললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কথা ছিল, সোমবার বিকেলে যোগ্য়দের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সকাল থেকেই আচার্য সদনের সামনে ঝাঁঝ বাড়াতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কেন সবার নাম যোগ্য়তার নিরিখে থাকবে না? এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারারা স্পষ্ট অভিযোগ তুলেছেন, তাঁদের মধ্য়ে বিভাজন তৈরির চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন।