¡Sorpréndeme!

SSC News: চাকরিহারা অশিক্ষক কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মধ্য়শিক্ষা পর্ষদের অফিস

2025-04-22 2 Dailymotion

ABP Ananda Live: অবিলম্বে যোগ্য়-অযোগ্য়দের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে, চাকরিহারা অশিক্ষক কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মধ্য়শিক্ষা পর্ষদের অফিস। এখনও পর্ষদের অফিস ঘেরাও করে রেখেছেন কর্মীরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের ক্ষেত্রে কেন আদালতে লড়াই করল না রাজ্য় সরকার? কীভাবে তাঁদের কথা ভুলে গেল? এদিন সকাল থেকেই করুণাময়ীতে বিক্ষোভ দেখান চাকরিহারা অশিক্ষককর্মীরা। বিকেলে মধ্য়শিক্ষা পর্ষদের অফিসে যায় ৮ জনের প্রতিনিধি দল। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে সূত্রের খবর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।