ABP ANANDA LIVE: ব্রিগেড সমাবেশ থেকে রবিবার RSS, বিজেপি ও তৃণমূলকে এক সারিতে রেখে নিশানা করলেন মহম্মদ সেলিম। বাংলার মানুষ প্রত্য়াখ্য়ান করেছে ওদের। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। এদিন ২৬ হাজার চাকরি বাতিল থেকে আরজিকরকাণ্ড, একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করে সিপিএম। জবাব দিয়েছে তৃণমূলও