¡Sorpréndeme!

sare 7 Tay Saradin : 'বেড়ালকে বাঘ সাজাতেই পারেন', বামেদের ব্রিগেড নিয়ে পাল্টা আক্রমণ কুণালের

2025-04-20 2 Dailymotion

ABP Ananda LIVE : কেন্দ্রে লুঠ বিজেপির। রাজ্যে তৃণমূলের। ব্রিগেডের মঞ্চ থেকে একযোগে পদ্ম ও জোড়াফুল শিবিরকে নিশানা বামেদের। দুই সরকারকে উৎখাতের ডাক। ২০ মে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক। ২৬ হাজার চাকরি চলে গেল। অযোগ্যদের বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত, জনবিরোধী, ফ্যাসিস্ট সরকার চলছে। ব্রিগেড থেকে হুঙ্কার বামেদের। 'বেড়ালকে আপনি বাঘ সাজাতেই পারেন। কিন্তু ডাকবে যখন ম্যাঁও বেরোবে, হালুম বেরোবে না', বামেদের ব্রিগেড নিয়ে পাল্টা আক্রমণ কুণালের।  দেশজুড়ে মেরুকরণে রাজনীতি। বিভাজনের চক্রান্ত বিজেপি-RSS-এর। মুর্শিদাবাদ নিয়ে বাম ব্রিগেডে নিশানায় গেরুয়া শিবির। মিশন ২৬। পাখির চোখ মেহনতি মানুষ। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বামেদের ব্রিগেড সমাবেশ। চাকরি বাতিলকাণ্ড থেকে দুর্নীতি। ছাব্বিশের আগে একাধিক ইস্যুকে হাতিয়ার করে বামেদের ব্রিগেড। কটাক্ষ কুণালের। রাজ্য ও কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ। ভোটের আগে বামেদের হাতিয়ার ব্রিগেড।