¡Sorpréndeme!

Bhangar News: ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল, মিছিলে সায়নী ঘোষ

2025-04-20 0 Dailymotion

Bhangar News: ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। আজ ভাঙড়ে তৃণমূলের মিছিল। ১৪ এপ্রিল: ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে তুলকালাম, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। ঘটনার প্রতিবাদে আজ শাসক দলের মিছিল। 




 লক্ষ্য ২৬-এর নির্বাচন, শ্রমিক-কৃষকদের ডাকে ব্রিগেড সমাবেশ; কোন পথে বামেদের মিছিল? 

লক্ষ্য ২৬ এর নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ (CITU Brigade) করে রবিবার, শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শনিবার সন্ধেবেলায় ব্রিগেড প্রস্তুতি পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে জেলাগুলি থেকে ব্রিগেডমুখী হন বামেদের কর্মী-সমর্থকেরা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মেরুকরণের গোলকধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা। এরই মধ্যে এবার, শ্রমজীবী মানুষকে পাখির চোখ করে, রবিবার, শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শনিবার তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্ধেয় ব্রিগেড প্রস্তুতি পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, "মানুষের বেঁচে থাকার যে লড়াই চলছে সেটাই আমাদের ব্রিগেড সমাবেশের মূল বার্তা। তাঁদের দাবি নিয়েই হবে ব্রিগেড সমাবেশ।''