ABP Ananda Live: 'ব্রিগেড সভা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবেন?' প্রশ্ন নিরাপদ সর্দারের। পাখির চোখ ২৬, আজ বামেদের ব্রিগেড সমাবেশ ।ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী-সমর্থকরা। ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব । বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা থেকে ২৬ হাজার চাকরি বাতিলের মতো ইস্যু। লক্ষ্য '২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শিয়ালদা, হাওড়া স্টেশন-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। দুপুর ৩টে থেকে শুরু হবে বামেদের ব্রিগেড সমাবেশ। বক্তা হিসেবে থাকছেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু, খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদার।