¡Sorpréndeme!

CPM Rally News: হাওড়ায় বন্ধ রয়েছে লঞ্চ পরিষেবা । ক্ষোভপ্রকাশ করেছেন বাম কর্মী সমর্থকেরা

2025-04-20 0 Dailymotion

ABP Ananda Live: হাওড়ায় বন্ধ রয়েছে লঞ্চ পরিষেবা। যার ফলে যে সমস্ত কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসেছেন লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে দেখে অত্যন্ত ক্ষু্ব্ধ, ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। ৪টি বাম গণসংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ। জেলার দূর দূরান্ত থেকে আসছে বহু মানুষ । পাখির চোখ ২৬, আজ বামেদের ব্রিগেড সমাবেশ । ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী-সমর্থকরা।ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা থেকে ২৬ হাজার চাকরি বাতিলের মতো ইস্যু।