ব্রিগেড সমাবেশে যোগ দিতে হাওড়ায় ভিড় জমিয়েছেন বাম সমর্থকরা। কিন্তু লঞ্চঘাটে গিয়েই তাঁরা দেখলেন বন্ধ হাওড়া ফেরি সার্ভিস। কর্তৃপক্ষ জানিয়েছে লঞ্চের সংখ্যা ও কর্মী কম থাকায় বন্ধ পরিষেবা। কিন্তু না থেমে হাঁটতেই রাজি হাজার হাজার বাম কর্মী।