¡Sorpréndeme!

Dilip Ghosh: 'আমার মনে হয়েছিল আমার প্রস্তাবে সম্মতি জানাবেন', বলছেন দিলীপ জায়া রিঙ্কু

2025-04-19 1 Dailymotion

ABP Ananda Live: মুর্শিদাবাদে হিংসা নিয়ে এবার কলকাতায় পথে নামছেন শুভেন্দু অধিকারী । নেতাজি ভবন থেকে ভবানীপুর পর্যন্ত মিছিল। হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। স্লোগান শুভেন্দুর। অপরদিকে বিয়ের পর আজ দিলীপ ঘোষের জন্মদিন। দমদমের মিছিলেই কেক কেটে উদযাপন নেতাকর্মীদের। 'মানুষই শেষ কথা বলবেন', নির্বাচন প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ। 

'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'

প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি। মিছিল শেষেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী নেতা বলেন, 'হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি, সেসব জায়গায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন।'