ABP Ananda Live: মুর্শিদাবাদে হিংসা নিয়ে এবার কলকাতায় পথে নামছেন শুভেন্দু অধিকারী । নেতাজি ভবন থেকে ভবানীপুর পর্যন্ত মিছিল। হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। স্লোগান শুভেন্দুর, মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে কলকাতার পথে শুভেন্দু অধিকারী । এলগিন রোডে নেতাজি ভবন থেকে ভবানীপুরে মিছিল। 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে'। 'কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক'। 'মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু'। 'সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না'। আমরা চাই শুধু অ্যাকশন, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি। মিছিল শেষেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী নেতা বলেন, 'হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি, সেসব জায়গায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন।'