ABP Ananda LIVE : নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে এবার তৃণমূলের উদ্দেশ্য জোড়া দাওয়াই বিজেপির। চাকরি চুরির অভিযোগে জড়িতদের জামার কলার ধরে আছাড় দেওয়ার দাওয়াই। চাকরিহারাদের মারমুখী হওয়ার ডাক বিজেপি বিধায়কের। জামাকাপড় খুলে গায়ে জলবিচুটি দিয়ে চাবুক মারার হুঁশিয়ারি।