Murshidabad News: মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে পাঁচলাতে বিক্ষোভ বিজেপির, তুলকালাম। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বিজেপি কর্মীদের, ধস্তাধস্তি। আজ মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। কলকাতায় মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'
শুভেন্দুর কথায়, 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না। আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, 'বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে বাড়ি ফিরে যাও, ফিরবে কোথায়, সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক, পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লারা হিন্দুশূন্য করতে চায়'।