ABP Ananda LIVE: ছাত্র সংসদের নির্বাচন ঘিরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। নির্বাচন কার্যালয়ে বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে ABVP সদস্যদের হাতাহাতি বেধে যায়। ভাঙচুর করা হয় নির্বাচনী কার্যালয়। JNU-এর ছাত্র সংসদ সভাপতি বামপন্থী নেতা ধনঞ্জয় কুমারের অভিযোগ, অনুরোধ মেনে নির্বাচন কমিশন মনোনয়ন জমা এবং প্রত্যাহারের সময়সীমা আধঘণ্টা বাড়ানোয় ABVP সদস্যরা গন্ডগোল বাধায়। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়ার পাশাপাশি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। নির্বাচনী আধিকারিকরা বামপন্থীদের কথা শুনে কাজ করছে বলে অভিযোগ করে গন্ডগোল পাকানোর দায় পাল্টা বাম ছাত্র সংগঠনের ঘাড়ে চাপিয়েছে ABVP. উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে JNU-তে নির্বাচনী প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।