¡Sorpréndeme!

Durgapur News: রাতে দুর্গাপুরের IQ সিটি হাসপাতালে চলল গুলি, ৪ জনকে আটক করেছে পুলিশ

2025-04-19 0 Dailymotion

ABP Ananda Live: রাতে দুর্গাপুরের IQ সিটি হাসপাতালে চলল গুলি। রোগী দেখতে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে রোগীর আত্মীয়দের। বচসা চলাকালীন শূন্যে ৩ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় রোগীর ছেলে-সহ ৪ জনকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে IQ সিটি হাসপাতালে ভর্তি করা হয় কাঁকসার বামুনাড়ার বাসিন্দা ওই রোগীকে। অভিযোগ, ICU-তে থাকা রোগীকে দেখার জন্য রাতে জোর করে ঢুকতে যান রোগীর ছেলে ও আত্মীয়-পরিজনেরা। বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে। তখনই রোগীর ছেলে আগ্নেয়াস্ত্র বের করে ৩ রাউন্ড গুলি চালায়। বাধা দিলে পুলিশ কর্মীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। আটক ব্যক্তির আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।