ABP Ananda Live: বিয়ের পরেই দিনই নিউটাউনের ইকো পার্কে জন্মদিন পালন হল দিলীপ ঘোষের। কাটলেন কেক। ছিল এলাহি আয়োজন। পায়েস, কেক, মিষ্টি বিলি করা হল। দিলীপ ঘোষকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন ইকো পার্কের প্রাতর্ভ্রমণকারীরা। চেনা মেজাজেই দেখা গেল বিজেপি নেতাকে।