ABP Ananda Live: মুখ্য়মন্ত্রীর আপত্তি উড়িয়ে দাঙ্গায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদার ত্রাণশিবিরে পৌঁছে গেলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস ভিতরে ঢুকতেই শুরু হয় তুমুল উত্তেজনা। কেন সংবাদমাধ্যমকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। ব্যারিকেড ঠেলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রাজ্য়পালকে কাছে পেয়ে যন্ত্রণা-ক্ষোভ উগরে দেন আক্রান্তরা। এদিকে মুখ্য়মন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্য়পালের মালদা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।