ABP Ananda Live: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে একদিকে তৎপর জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশন। অন্য়দিকে, সক্রিয় রাজ্য়পালও।আজ মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন জাতীয় মানবাধিকার ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, তাতে বেশি ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত হয়েছেন মহিলারা। বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। অন্যদিকে মালদায় পৌঁছনোর পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এসেছি। অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিয়ে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় পৌঁছলেন আর জি করের আন্দোলনকারী ডাক্তাররাও। একাধিক জায়গায় খোলা হল অভয়া ক্লিনিক। এই প্রেক্ষাপটেই আবার বিজেপি শাসিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করে বললেন, এর থেকে লজ্জার বিষয় কোনও রাজ্যে হতে পারে না, বিশেষ করে কোনও মহিলা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে ভালভাবে নেয়নি তৃণমূল। একটা বড় প্লট সাজানো হয়েছে মুর্শিদাবাদে। সুতোর টানটা টানছে ষড়যন্ত্রকারীরা। আমরা এর পুরোদস্তুর তদন্ত চেয়েছি। দাবি করলেন কুণাল ঘোষ।