ABP Ananda Live: কারও গিয়েছে নগদ টাকা, সোনার গয়না। কারও গিয়েছে গবাদি পশু। পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘরবাড়ি। সব হারিয়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। মালদার ত্রাণশিবিরে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে হল জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। অন্যদিকে, ত্রিপল দিয়ে ত্রাণ শিবির ঘেরা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কোনও কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে? বন্দির মতো রাখা হচ্ছে, এই অভিযোগে পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ত্রাণশিবিরে থাকা মানুষজন। বিতর্কের মুখে বিকেলে খুলে দেওয়া হত ত্রিপল।