ABP Ananda Live: যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি। আর যারা টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, তৃণমূল নেতাদের কাছে থেকে টাকা আদায় তাঁদের সঙ্গেও আছি। মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। কটাক্ষ করেছে তৃণমূল। সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকরা সাময়িক স্বস্তি পেলেও স্বস্তি জোটেনি শিক্ষাকর্মীদের। এই প্রেক্ষিতে এদিন পার্ক সার্কাসে জড়ো হন কয়েক হাজার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। মিছিল করে দেখা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। অন্যদিকে, এদিনই দিল্লি থেকে ফিরলেন চাকরিহারারা। প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিল তাঁরা, কিন্তু দিল্লি-দরবারে গিয়েও হল না সমাধান। ফিরতে হল হতাশা নিয়েই।