ব্যাঙ্কের লোন শোধ না করায় পুলিশ-ব্যাংকের যৌথ অভিযানে বাড়ি সিল! পথে বসল ৯০ বছরের বৃদ্ধা সহ পরিবার
2025-04-18 6,826 Dailymotion
ব্যাঙ্কের ৫ বছরে ৮ লাখের ঋণ বেড়ে ২২ লাখ। শোধ না করায় বৃদ্ধা-সহ গোটা পরিবারকে বাড়ি থেকে বের করে দিল ব্যাংক। পুলিশের পাহারায় তালা পড়ল দরজায়। উল্লেখ্য ২০১৯ সালে ৮ লক্ষ টাকা লোন নিয়েছিলেন ওই পরিবার।