ABP Ananda Live: তবে এত রাজনীতির হাওয়া গরম, এত তরজার মধ্যে, একটা অন্যরকম খবরও আছে। বলতে পারেন, শুভপরিণয়ের সুসংবাদ। রাজ্য বিজেপির দাপুটে নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনিতেই শিরোনামে আসেন তাঁর গরম গরম ভাষণের জন্য। সেই তিনিই এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী হলেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিংকু মজুমদার। সামনের বছর ভোটে কাদের নতুন ইনিংস শুরু হবে আমরা জানি না, কিন্তু জীবনের নতুন ইনিংসের জন্য দিলীপদাকে অনেক-অনেক অভিনন্দন।