ABP Ananda Live: বাড়িতে শয়ে শয়ে লোক ঢুকেছিল। কেউ পাঁচিল টপকে পালিয়েছেন। কেউ চোখের সামনে জ্বলে পুড়ে যেতে দেখেছেন বাড়িঘর, দোকান। হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দারা। যাদের সঙ্গে এতদিন একসাথে থেকেছেন, সেই তারাই লুঠ করেছে, ভাঙচুর চালিয়েছে। বিশ্বাসটুকুই হারিয়ে গেছে। পরিবার নিয়ে ভিটে ছাড়ছেন অনেকে। কেউ আবার ভাঙা বাড়ি আঁকড়ে পড়ে রয়েছেন। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে NIA তদন্ত চাইছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে আজ মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে ঘরছাড়াদের ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সঙ্ঘ! ত্রাণ না দিয়েই ফিরতে হয় সাধু-সন্তদের। ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়া হয় বঙ্গীয় হিনদু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজকেও। প্রায় আড়াই ঘণ্টা টানাপোড়েনের পর ২ জনকে নিয়ে অম্বিকানন্দ মহারাজকে ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।