ABP Ananda Live: মুর্শিদাবাদের হিংসা নিয়ে গতকালই কংগ্রেসের ঘাড়ে দায় ঠেলেছিলেন মুখ্য়মন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোরের সভায় তিনি বলেছিলেন, যেখানে অশান্তি হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস। ওটা মুর্শিদাবাদ নয়, মালদার আসন। আর আজ, মুখ্যমন্ত্রীর এই আক্রমণের পাল্টা জবাব দিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। উনি কি মালদা আর মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নন? প্রশ্ন তুললেন ঈশা খান চৌধুরী। কংগ্রেসের লোক এই অশান্তিতে যুক্ত আছে প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ।