ABP Ananda Live: নিয়োগ দুর্নীতির জেরে SSC-তে চাকরি বাতিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার থেকে কলকাতা। সল্টলেকে বাম ছাত্র-যুব ও শিক্ষক সংগঠনের মিছিলে বাঁধল ধুন্ধুমার। কোচবিহারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হল এবিভিপি সমর্থকদের। এদিকে, ওএমআর শিটের কপি চেয়ে বৃহস্পতিবার সিবিআই দফতরে ডেপুটেশন জমা দিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।