¡Sorpréndeme!

SSC News: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা

2025-04-18 1 Dailymotion

ABP Ananda Live: ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেল রাজ্য সরকার। নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্য়ে নতুন করে পরীক্ষা নিয়ে এই ২৫ হাজার ৭৫২ জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানাল সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং শিক্ষকরাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা বড় স্বস্তির খবর। তবে, সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পরও হতাশ চাকরিহারারা। তাঁদের প্রতিক্রিয়া, একটা সাময়িক মলম দেওয়ার চেষ্টা করা হল। আমরা এই জিনিসে ভুলছি না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, চিহ্নিত অযোগ্যরা। যেতে পারবেন না স্কুলে, ফেরত দিতেই হবে বেতন।