¡Sorpréndeme!

Dilip Ghosh: মর্নিং ওয়াকে গিয়ে আলাপ, অবশেষে জীবনসঙ্গিনীর খোঁজ পেলেন দিলীপ

2025-04-17 1 Dailymotion

ABP Ananda Live: বঙ্গ রাজনীতিতে তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ! ছাদনাতলায় দিলীপ ঘোষ, পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী। দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। নিউটাউনের বাসিন্দা রিঙ্কু, কালই ছাদনাতলায় দিলীপ ঘোষ। সম্ভবত কালই নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে । ২০২১ সালে পরিচয়, ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের । ৬১ বছরের দিলীপের সঙ্গে চার হাত এক ৫১ বছরের রিঙ্কুর । সঙ্ঘের প্রচারক থেকে ২০১৫-তে বঙ্গ বিজেপিতে দিলীপ.। ১৫ ডিসেম্বর, ২০১৫: বিজেপির রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। ২০১৬: খড়গপুুর থেকে বিজেপি বিধায়ক হন দিলীপ ঘোষ । ২০১৯: মেদিনীপুর থেকে সাংসদ, ২০২৪-এ দুর্গাপুর-আসানসোলে হার। ২০২১: দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।