মুর্শিদাবাদের ঘরছারা হিন্দুদের নিয়ে রাজভবনে সুকান্ত মজুমদার। সাংবাদিকদের সামনেই বিস্ফোরক মন্তব্য সুকান্তর। ‘কী সাহস দাঙ্গাবাজরা হিন্দু মহিলাদের বলছে মুসলিম ধর্ম গ্রহণ করতে’ । ‘আক্রান্তরা বলছেন দাঙ্গাবাজরা জলে বিষ মিশিয়ে দিয়েছে যাতে জল না খেতে পারে’ ।