¡Sorpréndeme!

Waqf Act: ওয়াকফ-মামলায় আজ সুপ্রিম শুনানি, কী নির্দেশ আসবে?

2025-04-17 1 Dailymotion

ABP Ananda Live: ওয়াকফ-মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। অন্তর্বর্তী রায়ে ৩টি নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। এক, যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই ওয়াকফ সম্পত্তি বলে আদালত ঘোষণা করেছে, সেগুলিকে আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দুই, যে সব ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে, সেখানে জেলাশাসক নিজের প্রক্রিয়া চালিয়ে গেলেও তাঁর সিদ্ধান্ত কার্যকর হবে না। তিন, ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদে পদাধিকার বলে কোনও সদস্যকে নিয়োগ করা যাবে। তাঁরা অ-মুসলিম হতে পারলেও, বাকি সদস্যরা মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে। দুপুর ২টোয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চে ওয়াকফ-মামলার শুনানি হওয়ার কথা।