ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাকদায় ইডির হানা। ইন্দুভূষণ হালদার নামে এক এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি। ধৃত বাংলাদেশের বাসিন্দা আজাদ মল্লিককে জেরা করে খোঁজ মেলে ইন্দুভূষণের। ওই ব্যক্তির মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট বানিয়ে দিত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। শুধু পাসপোর্ট নয়, আধার ও ভোটার কার্ড বানিয়ে দিত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। জাল নথি তৈরির নেটওয়ার্কে ইন্দভূষণ কীভাবে যুক্ত হল? কাদের মাধ্যমে চলত গোটা প্রক্রিয়া? কীভাবে, কত টাকা লেনদেন হয়েছে? সব কিছু খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।