ABP Ananda LIVE : অশান্তি নিয়ে আমি চিন্তিত। মামলা যখন আদালতে আছে তখন এই ধরনের হিংসা ঠিক নয়। ওয়াকফ-মামলার শুনানিতে এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিকে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দু-দুটি মামলা দায়ের হয়েছে।সংযুক্তা সামন্ত নামে এক আইনজীবী NIA তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার মামলার শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছেও একই মর্মে মামলা করেন ঘরছাড়াদের একাংশ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন নেতাজি ইন্ডোরে ইমাম এবং মোয়াজ্জেমদের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাংলায় স্বাধীনতা আছে। সিপিএম RALLY করে, সিপিআই করে, আলট্রা লেফটরাও কখনও কখনও করে। কংগ্রেসও করে। আর বিজেপির তো অনুমতির প্রয়োজন নেই। ওদের অনুমতি আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের অনুমতি আসল জায়গা থেকে চলে আসে। আমি কী বলছি বুঝতে পারছেন? ইশারাই কাফি।'