ABP Ananda LIVE : কয়েক দশক ধরে নিজেদের মিষ্টির দোকানের ক্যাশে বসতেন। আর এই হালখাতার সময় তো নাওয়া খাওয়া ভুলতে হত। কিন্তু মুর্শিদাবাদের এই হিংসার ঘটনার জেরে সব গেছে! দোকান ভেঙে গুড়িয়ে টাকা পয়সা সব লুঠ করে নিয়ে গেছে হামলাকারীরা। প্রাণ বাঁচাতে আজ ঝাড়খণ্ডের পাকুড়ে একটি মন্দিরে ঠাঁই নিয়েছেন বৃদ্ধ ভজহরি সাহা। পাশেই বসে থাকা অসিতকুমার সাহার অভিজ্ঞতা আরও ভয়ানক। বলছেন, হামলার সময় জামা টুকুও পরার সুযোগ পাননি! খালি গায়ে পাঁচিল টপকে পালাতে হয়েছে। যেমন দুধের শিশু-সহ পরিবারের ৬ জন সদস্যকে নিয়ে পাকুড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন রিনটু সাহা। এরা সকলেই সামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা। যেখানে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয়েছে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে। দোকান ভেঙে টাকা পয়সা লুঠ হামলাকারীদের। প্রাণে বাঁচতে মুর্শিদাবাদ ছেড়ে ঝাড়খণ্ডে আশ্রয়