ABP Ananda LIVE : ওয়াকফ-প্রতিবাদে অশান্তির জেরে মুর্শিদাবাদের ঘরছাড়াদের একাংশকে নিয়ে বুধবার সোজা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে, ভবানীভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ডিজির সঙ্গে দেখা না হওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তাঁরা। পরে রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনে পৌঁছনোর পর, ঘরছাড়া পরিবারের ১০ সদস্য ও ৪জন বিজেপি প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদে বাবা ও ছেলের নৃশংস হত্য়াকাণ্ডের প্রতিবাদে, রাজ্য়জুড়ে হিন্দু-শহিদ দিবস পালনের ডাক দেয় বিজেপি। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু শহিদ দিবস পালন করেন বিজেপির বিধায়করা।