ABP Ananda LIVE: আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ৭২টি আবেদনের শুনানি । দুপুর ২টোয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চে শুনানি হবে । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের আবেদনের শুনানি । শুনানি হবে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি, CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আবেদনেরও । একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে আর্জি জানানো হয়েছে।