¡Sorpréndeme!

Murshidabad News: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে, চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন

2025-04-16 2 Dailymotion

ABP Ananda Live: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে। সুতি থেকে সামশেরগঞ্জ-চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। সব হারিয়ে চোখে মুখে এখনও আতঙ্ক। প্রাণে বাঁচতে মালদায়, পয়লা বৈশাখে ত্রাণ শিবিরে হাহাকার। এখনও শান্ত নয় মুর্শিদাবাদ, মানছেন খোদ তৃণমূল বিধায়ক!