¡Sorpréndeme!

WB News: লেডিজ কামরা বাড়ায় জেনারেলে দমবন্ধ করা ভিড় ! অবরোধ শুরু

2025-04-16 0 Dailymotion

ABP Ananda Live: অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হলেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়।