ABP Ananda Live: 'জ্বলছে বাংলা, আর হামলাকারীদেরই শান্ত হতে বলছেন মুখ্যমন্ত্রী'। নৈরাজ্যের মুর্শিদাবাদ, ফের যোগী আদিত্যনাথের নিশানায় মমতা। 'জ্বলছে মুর্শিদাবাদ, খোলা ছাড় দেওয়া হচ্ছে হামলাকারীদের'। নৈরাজ্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 'আগের নিজের রাজ্য সামলান, একটা কুম্ভ মেলাই করতে পারেন না'। 'উত্তরপ্রদেশে মহিলারা নির্যাতিত, বাংলা নিয়ে কম বললেই ভাল'। অশান্তি আর যেন উস্কানি না দেওয়া হয়, যোগীকে পাল্টা কুণাল ঘোষ । ভয়ের নাম মুর্শিদাবাদ, নববর্ষেও নবাবের জেলায় শুধুই আতঙ্ক! ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদায়, ত্রাণ শিবিরে হাহাকার। সামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে সুতি, চারিদিকে তাণ্ডবের ক্ষতচিহ্ন! প্রাণে বাঁচতে ঘরছাড়া বহু মানুষ, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়। দুষ্কৃতী হামলার মুখে এককাপড়ে মুর্শিদাবাদ ছে়ড়ে মালদা। ত্রাণ শিবিরে গিয়ে আক্রান্তদের ক্ষোভের মুখে কংগ্রেস সাংসদ।