ABP Ananda Live: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে। সুতি থেকে সামশেরগঞ্জ-চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। সব হারিয়ে চোখে মুখে এখনও আতঙ্ক। দুষ্কৃতী হামলার মুখে এককাপড়ে মুর্শিদাবাদ ছে়ড়ে মালদা। ত্রাণ শিবিরে গিয়ে আক্রান্তদের ক্ষোভের মুখে কংগ্রেস সাংসদ। দুষ্কৃতী হামলার মুখে এককাপড়ে মুর্শিদাবাদ ছে়ড়ে মালদা। ত্রাণ শিবিরে গিয়ে আক্রান্তদের ক্ষোভের মুখে কংগ্রেস সাংসদ। সামশেরগঞ্জের জাফরাবাদে জোড়া খুনে ২জন গ্রেফতার। মুর্শিদাবাদ-বীরভূমs ২জন গ্রেফতার। গুজব রুখতে সোশাল সাইটে নজর পুলিশের। অশান্ত মুর্শিদাবাদে এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশের মতো খারাপ অবস্থার অভিযোগে সরব বিজেপি। মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে কে? ৭দিন পরেও বলতে পারল না পুলিশ। পরিকল্পিত চক্রান্তের পাল্টা তত্ত্বে সুর চড়াচ্ছে তৃণমূল। জ্বলছে বাংলা, হামলাকারীদেরই ছাড় দিয়ে শান্ত থাকতে বলছেন মুখ্যমন্ত্রী। সুুর চড়িয়ে তীব্র আক্রমণে যোগী আদিত্যনাথ। আগে নিজের রাজ্য দেখুন, পাল্টা কুণাল।যোগীর নিশানায় মমতা।