¡Sorpréndeme!

Waqf Act: কেউ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কেউ গিয়েছেন ভিন রাজ্যে,হামলার পর কার্যত জনশূন্য সামশেরগঞ্জ

2025-04-15 1 Dailymotion

ABP Ananda LIVE ; এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ত্রাণ শিবিরে আশ্রয়। ঠিক কীভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ? সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। ভয়ে চোখে জল। পাড়ার এই মানুষগুলোকেই ডাকতেন 'দাদা, কাকা, জ্যাঠা ' বলে। কিন্তু রাতারাতি কেমন বদলে গেল মানুষগুলো। অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হল বাড়িতে। তাণ্ডব চালালো বাড়িতে। উনুনে ফুটছিল ভাত। পড়ে রইল। দোকানে বিড়ি বেঁধে তিল তিল করে জমানো টাকা, অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না....আর কিচ্ছু নেই। গোছানো ঘর গেরস্থালি ফেলে তাঁদের ঠিকানা এখন ত্রাণ শিবির। কেউ বলতে পারছেন না, ফিরে যেতে পারবেন কবে। কীভাবেই বা দেবেন মেয়ের বিয়ে, ফিরে গেলেও আবার যে আক্রান্ত হবেন না, তাই বা বলতে পারে কী কেউ?