¡Sorpréndeme!

বৈশাখী মেলা ধুনট হাই স্কুল মাঠ

2025-04-15 1 Dailymotion

ধুনট হাই স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন!

বাংলা নতুন বছর ১৪৩২ এর প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলা স্থান ধুনট হাই স্কুল মাঠ। এখানে ক্ষুদ্র পরিসরে একটি মেলার আয়োজন করা হয়েছে। এসেছে বিভিন্ন রকম রাইড যেমন নাগরদোলা, ম্যাজিক নৌকা, জাম্পিং খেলা, ড্রাগন রাইড ইত্যাদি। বসেছে হরেক রকম খেলনার দোকান, খাবারের দোকান, মিষ্টান্নের দোকান। ধুনট সরকারি মডেল প্রাইমারি স্কুল সংলগ্ন যে মাঠে ধুনটের হাট বসে প্রতি শনি ও মঙ্গলবারে সেই মাঠেই আয়োজন করা হয়েছে এই মেলাটির।

#ধুনট #মেলা #বৈশাখি_মেলা #পহেলা_বৈশাখ #ধুনট_হাই_স্কুল_মাঠ #pohela_boishakh #dhunat #mela #bangla_new_year #নাগরদোলা #জাম্পিং_খেলা #ম্যাজিক_নৌকা