¡Sorpréndeme!

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (১৪.০২.২০২৫):মুর্শিদাবাদের ঘটনায় একাধিক পরিবার নিজের রাজ্যেই উদ্বাস্তু

2025-04-15 7 Dailymotion

Ghantakhanek Sange Suman: মুর্শিদাবাদে অশান্তির আগুন নেভার আগেই এবার অগ্নিগর্ভ ভাঙড়। জঙ্গিপুর-আমতলার পর ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে পুলিশের গাড়ি ভাঙচুর, পুড়ল পরপর বাইক। প্রাণে বাঁচতে এক কাপড়ে ভিটেহারা শয়ে-শয়ে মানুষ। কারও কোলে সদ্যোজাত, কেউ অন্তঃসত্ত্বা। মুর্শিদাবাদ ছেড়ে কেউ আশ্রয় নিলেন মালদার ত্রাণ শিবিরে, কেউ পালালেন ভিনরাজ্যে। মুর্শিদাবাদকাণ্ডের আবহেই শিলিগুড়ির চড়কে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। হাইকোর্টের নির্দেশের আগেই মুর্শিদাবাদে BSF-এর সাহায্য চেয়েছিল রাজ্য প্রশাসন। 'হামলাকারীদের ঢুকিয়েছে BSF-ই,' এখন  বলছে তৃণমূল, 'দেশবিরোধী মন্তব্য,' পাল্টা বিজেপি।