¡Sorpréndeme!

Murshidabad waqf act protest: মুর্শিদাবাদের ঘটনায় একাধিক পরিবার নিজের রাজ্যেই উদ্বাস্তু

2025-04-15 2 Dailymotion

ABP Ananda Live: কেউ ভাত বসিয়েছিলেন। তখনই হামলা হয়েছে। পরিবারের ১৫ জনের প্রাণ বাঁচাতে এক কাপড়ে ছাড়তে হয়েছে ভিটেমাটি! এখন আশ্রয় মালদার ক্যাম্পে। অন্যদিকে মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো দেড় লক্ষ টাকার জিনিস লুঠ করে নিয়ে গেছে হামলাকারীরা। আর কিছুই অবশিষ্ট নেই। বাধ্য হয়ে তাকেও পরিবার নিয়ে পালাতে হয়েছে বাড়ি ছেড়ে। মুর্শিদাবাদের ঘটনায় এরকম একাধিক পরিবার আজ নিজের রাজ্যেই উদ্বাস্তু হয়ে গেছে রাতারাতি।