ABP Ananda Live: মিনিমাম ফোর্স ব্য়বহার করা হয়েছে। আর জি করে ভাঙচুরের রাতে এমনই বলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখন মুর্শিদাবাদকাণ্ডে সেটাই শোনা গেছে, রাজ্য় পুলিশের DG রাজীব কুমারের গলায়। কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের একাংশ বলছেন, পুলিশে মিনিমাম কিম্বা ম্যাক্সিমাম ফোর্স বলে কিছু হয় না। যেরকম পরিস্থিতি তৈরি হয়, আইনের মধ্য়ে থেকে ঠিক সেই অনুযায়ী ব্য়বস্থা নিতে হয়।