ABP Ananda Live: শুক্রবার ভয়াবহ অশান্তির পর, আজও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি মুর্শিদাবাদ। আর এরই মধ্যে, এবার শিলিগুড়ি থেকে এল অশান্তির খবর। সেখানে পাঁচজন চড়ক সন্ন্য়াসীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল। আহত চড়ক সন্ন্যাসীদের মধ্যে ২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ি হাসপাতালে। এদিকে পুলিশের তরফে বক্তব্য, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই আছে।